ছাত্রীকে যৌন হয়রানি

শিক্ষকের তিন বছরের জেল

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক আব্দুস সালামকে (৩৮) তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত। অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। জরিমানার অর্থ ভুক্তভোগী ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। জানা যায়, ২০১৪ সালের ৪ নভেম্বর উপজেলার ডাঙ্গাপাড়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা জোহরের নামাজ পড়তে যায়। এ সুযোগে ওই ছাত্রীকে পরনের লুঙ্গি খুলে শিক্ষক আব্দুস সালাম বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করেন। এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানেও হাত দেন তিনি। থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি মাসের গত ২২ অক্টোবর যুক্তিতর্ক শ্রবণ করেন। অদ্য রায়ের জন্য ধার্য তারিখে আসামি উপস্থিত থাকায় জনাকীর্ণ আদালতে আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ডের রায় পড়ে শুনানো হয়। আসামিকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।