কুষ্টিয়ায় ঢিলেঢালা হরতাল

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতালে জনজীবন স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার যানবহন চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীণ যানবহন চলাচল স্বাভাবিক ছিল। কুষ্টিয়া শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট সকালের দিকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করে ব্যবসায়ীরা। হরতালে বিএনপি-জামায়াত বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বিএনপি দলীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে সারা দেশে ডাকা এ হরতালে কুষ্টিয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। এমনকি হরতাল ডাকা দলের সমর্থকদের রাস্তায়ও দেখা যায়নি। তবে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা। তবে শহরে ইজিবাইক, রিকশা ও সিএনজি চলাচল স্বাভাবিক ছিল। এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।