ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ’র আয়োজনে ও ইউনিসেফ-এর সহযোগিতায় গতকাল দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহান-উল-আলম-সিদ্দিকী ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ-নুর এ আলম-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লোকমান হাকিম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। ওই র‌্যালিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, সদর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জেলা স্কাউটস ও রোভারের সদস্যবৃন্দ। ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর-২০২৩ পর্যন্ত জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে জেলার হাট, স্পর্টগুলো এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নিমূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সবাইকে সচেতন করা হবে।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত