নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলের জরিমানা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সকালে উপজেলার মাতব্বর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের এ জরিমানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

এর আগে কমলনগরের মাতব্বর হাট, পাতাবুনিয়া, লুধুয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা মৎস্য প্রশাসন ও কোস্টগার্ড। এরা সবাই

কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর এলাকার বাসিন্দা। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর কমলনগর অংশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এ সময় নদী থেকে ২৪ জেলেকে আটক করা হয়।

তারা নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ার এলাকার দিকে মাছ শিকারের জন্য যাচ্ছিল। পরে তাদের আটক করে জরিমানা করা হয়েছে।