ইভটিজিং করায় কারাদণ্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার দায় এক অটো ড্রাইভারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিড়ালজুরি গ্রামের স্কুল মাদ্রাসায় পড়ুয়া একাধিক ছাত্রী, বিধবা নারী ও গৃহবধূকে ইভটিজিং ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করে। অভিযোগ সূত্রে জানা যায়, কাউখালী থানা পুলিশের এসআই মো. মশিউর রহমান ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে উপজেলার বিড়ালজুরি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জয়কুল গ্রামের মৃত মোবাশ্বের হাওলাদার এর ছেলে অভিযুক্ত অটো গাড়িচালক দুলাল হাওলাদারকে (৫৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় ঘটনাস্থলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান। আদালত অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুলাল তার অপরাধ শিকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরিয়াল ইভটিজিংয়ের অভিযোগে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।