নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুনে পুড়ল ৮০ দোকান

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধি

দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টার দিকে বণিক সমিতির পুরাতন অফিস গলিতে এই আগুন লাগে। খবর পেয়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি ও শীলমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, আগুনে কমপক্ষে ৮০টি দেশীয় কাপড়ের পাইকারি দোকান পুড়ে গেছে।

বাজারের বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে। সরেজমিন বাজারের ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি গত শুক্র থেকে রোববার পর্যন্ত পাইকারি এই হাটে চলে বেচাকেনা। হাটের শেষদিন গত রোববার দিবাগত রাত ১১টার দিকে হঠাৎ বণিক সমিতির পুরান অফিসের গলিতে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের গলির ৭০ থেকে ৮০টি দোকানে। ভয়াবহ আগুনের ধোঁয়া ও লেলিহান শিখায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান মালিকরা লোকজন নিয়ে মালামাল সরানোর চেষ্টা ও আগুন নেভানোর কাজে নামেন। অনেক ব্যবসায়ী আগুনের ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পর্যায়ক্রমে নরসিংদী, মাধবদী ও পলাশসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বাজারে গলিতে প্রবেশের মুখে সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রিজার্ভ ট্যাংকের পানি ও পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাতেই ঘটনাস্থলে ছুটে যান নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। বণিক সমিতির সভাপতি ও শীলমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বাজারের গলিতে ঢুকতে পারেনি। ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।