উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোরের কেশবপুর শাখা সংসদ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সংগঠন সংগীত এবং গণসংগীত এরপর গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে স্থান অধিকারী এবং অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্টসহ সনদপত্র বিতরণ করা হয়। অনুপম মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ কেশবপুরের সভাপতি ও উদীচী উপদেষ্টা অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মজিদ, উদীচী উপদেষ্টা ও ওয়ার্ড পরিচালক সৈয়দ আকমল আলী, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ও শিক্ষক স্বপন মন্ডল, উদীচীর কার্যকরী সদস্য দিলীপ মোদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুরের সভাপতি শেখ শাহীন, উদীচী সহ-সভাপতি মাসুদা বেগম বিউটি, শিক্ষক শান্তা বসু, খেলাঘর কেশবপুরের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলম, উদীচীর সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী সদস্য প্রণব মন্ডল মানব।