ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৌলভীবাজারে বিরল প্রজাতির টিয়া উদ্ধার

মৌলভীবাজারে বিরল প্রজাতির টিয়া উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিকারের সরঞ্জামসহ ১২টি বিরল প্রজাতির টিয়াপাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত সোমবার উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদ পেয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদাল হোসেন এলাকার বিভিন্ন শিকারির কাছ থেকে এগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে গত সোমবার সকালে বন বিভাগকে খবর দিলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়াপাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, আদমপুর ইউনিয়নের কালেঞ্জী, কোনাগাঁও, পূর্ব জালালপুরসহ বিভিন্ন গ্রামের শিকারির বাড়ি থেকে তিনি এগুলো উদ্ধার করেন। তবে এ সময় পাখি শিকারি কাউকে পাওয়া যায়নি। মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ টিয়া পাখিগুলোর মধ্যে কিছু বিরল প্রজাতি রয়েছে। টিয়াপাখিগুলো ছোট থাকায় ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখিগুলো সুস্থ হলে এবং উড়াল শিখলে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত