নীলফামারীতে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জেলা দায়রা জজ এবিএম গোলাম রসুল ধর্ষণের দায়ে মোতালেব নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল দুপুরে এই রায় প্রদান করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালের ২৩ মে নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলী জহরুতুল্লা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী উত্তর সোনাখুলির মিলন পাড়ার রাফিকা আক্তার তার নিজ বাড়িতে রাতে পড়াশোনা করাকালীন সময়ে একই এলাকার ছিদ্দিক আলীর পুত্র বখাটে মো. মোতালেব হোসেন জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে রাফিকা আক্তার বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ৭ বছর পর অবশেষে মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু মো. সোয়েম এবং রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট আল মাসুদ আলাল।