ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে অবৈধ জাল ধ্বংস

ঝিনাইগাতীতে  অবৈধ জাল ধ্বংস

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় মৎস্য দপ্তরের অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ২০০ মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারি জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের ধলিবিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী অভিযান পরিচালনা করে এসব জাল আটক করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, চায়না দুয়ারি জাল ও কারেন্ট জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে জলাশয় থেকে মাছসহ সব জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী বলেন, আমরা সব প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখব। অভিযান পরিচালনাকালে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন, ধলিবিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত