ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুপারির পাতার খোলে বাহারি পণ্য

সুপারির পাতার খোলে বাহারি পণ্য

সুপারি গাছের ঝরে পড়া পাতার খোল দিয়ে যন্ত্রের সাহায্যে পরিবেশবান্ধব বাহারি সব পণ্য তৈরি করছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা নাহিদ হাসান। শতভাগ প্রাকৃতিক, জীবাণুবিয়োজ্য, কেমিক্যাল ও প্লাস্টিকমুক্ত, কম্পোস্টেবল এবং ডিসপোজেবল হওয়ায় স্বাস্থ্য ও পরিবেশ সচেতন মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব পণ্য। উদ্যোক্তা নাহিদ হাসান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের বাসিন্দা। বছরখানেক আগে প্রায় ১০ লাখ টাকায় ভারত থেকে মেশিন এনে এলাকায় ইকো বাজার নামে কারখানা স্থাপন করেন তিনি। বর্তমানে তার তৈরি করা এসব পণ্য এলাকায় সাড়া ফেলেছে। সরেজমিন দেখা গেছে, সুপারি গাছের ঝরে পড়া পাতার খোল আর ফেলনা নয়। ধুয়ে-মুছে যন্ত্রের ছাঁচে ফেলে নির্দিষ্টমাত্রার তাপে তৈরি করা হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের বিকল্প পণ্য। মেশিনের ছয়টি ডাইসে ছয়টি পণ্য তৈরি করা যায়। এতে দিনে ১ হাজার বিভিন্ন রকমের পণ্য তৈরি করা হচ্ছে। আবার তৈরি করা এসব পণ্যে রঙের আঁচড় দেওয়া হচ্ছে। যাতে পণ্যটি দেখতে আরো সুন্দর দেখা যায়। এতে বেশি দামেও বিক্রি করা যায়। তার কারখানায় সুপারি পাতার খোলের ১০ ইঞ্চির স্কয়ার প্লেট, রাউন্ড প্লেট, থ্রি পার্টিশন প্লেট, ট্রে, প্রিচসহ আট ধরনের পণ্য তৈরি করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য দেখতে আসেন অনেকেই। জানা গেছে, সুপারি গাছের পাতার খোল দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন উদ্যোক্তা নাহিদ হাসান। এছাড়া এলাকার মানুষজনও সুপারির গাছের খোল সংগ্রহ করে রেখে সেগুলো বিক্রি করে। স্বাস্থ্য ও পরিবেশ সচেতন রেস্টুরেন্ট মালিক ও ক্রেতাদের কাছে দিন দিন সুপারি গাছের খোলের এসব পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। এছাড়া গায়ে হলুদ, জন্মদিনের মতো অনুষ্ঠানসহ ঘর সাজাতেও ব্যবহার করা হচ্ছে এসব পণ্য। স্থানীয় কয়েকজন জানান, সুপারি পাতার খোল জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। অথচ এগুলো দিয়ে এত সুন্দর বাহারি রকমের পণ্য তৈরি করা যায় সেটা ধারণা ছিল না। অনেক বেকার তরুণ-যুবকরা নাহিদের এমন উদ্যোগের সফলতা দেখে তারাও আগ্রহ প্রকাশ করছেন। কারখানায় কাজ করা শ্রমিকরা জানান, সুপারি গাছের পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর তা শুকাতে হয়। এরপর যন্ত্রের মাধ্যমে নিদিষ্ট তাপমাত্রা দিয়ে মেশিনের ফর্মায় তৈরি করা হয় বিভিন্ন আইটেমের প্রাকৃতিক এসব ওয়ান টাইম পণ্য। তরুণ উদ্যোক্তা ইকো বাজার কারখানার প্রতিষ্ঠাতা নাহিদ হাসান বলেন, টেক্সটাইল নিয়ে পড়াশোনা করে একটা চাকরি করতাম। করোনার সময় চাকরি ছেড়ে দিয়ে নিজে কিছু করার ইচ্ছে থেকে একজন উদ্যোক্তা হিসেবে কারখানাটি করেছি। কারখানায় চারজন কাজ করেন। অনেক বেকার যুবক দেখতে এসে তারাও এমন কারখানা করার ইচ্ছা প্রকাশ করছেন। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, মানুষ ও প্রকৃতির জন্য উপকারী এসব পণ্যের প্রচার-প্রসারে সব রকমের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত