শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তই ভবিষ্যত’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এ উদ্ভাবনী উৎসব উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, পুলিশ লাইন্স ফর ক্রিয়েটিভ এডুকেশন-এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন আলী প্রমুখ। উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিরা স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ১৫টি বিজ্ঞানবিষয়ক উদ্ভাধনী প্রজেক্ট বা স্টল পরিদর্শন করেন। এরপর স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিজ্ঞানবিষয়ক বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা। এরপর বিকালে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।