ভূরুঙ্গামারীতে রিকশা ও ছাগল বিতরণ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের কর্মসংস্থান ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রিকশা ও ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা বিভাগ দুটি রিকশা ও ৫৬টি ছাগল বিতরণ করে। এ উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা বিভাগ কার্যালয়ে রিকশা ও ছাগল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাসেবা কর্মকর্তা শামছুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২৮ জন ভিক্ষুককের প্রত্যেককে দুটি করে ছাগল এবং দুইজন ভিক্ষুককে একটি করে অটোরিকশা বিতরণ করা হয়।