ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাঁঠাল গাছে হাজারো চড়ুইয়ের অভয়াশ্রম

কাঁঠাল গাছে হাজারো চড়ুইয়ের অভয়াশ্রম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন কুমিল্লা-মিরপুর সড়কের পাশে তিনটি কাঁঠাল গাছ। গাছগুলোতে হাজার হাজার চড়ুই পাখি আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাখিগুলোর কিচিরমিচির শব্দ আর কলকাকলিতে সকাল-বিকাল মুখরিত থাকে পুরো এলাকা। পাখির প্রতি ভালোবাসার টানে প্রতিদিন ভিড় করছেন পাখিপ্রেমীরা। পাখিদের আবাসস্থল নিরাপদ করতে কাজ করছেন স্থানীয়রা। তারা পাখিদের খাবারের জোগানও দিচ্ছেন। ফলে ওই এলাকাটি ছোটখাটো একটি পর্যটনকেন্দ্রে রূপ নিয়েছে। পাখিগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-মিরপুর সড়কের সাহেবাবাদ ডিগ্রি কলেজের মূল ফটকের সামান্য দক্ষিণে সড়কের পাশের স্থানীয় একটি মার্কেটের সামনে লাগানো তিনটি কাঁঠাল গাছের শাখায় শাখায় ও পাতায় পাতায় ঝুলে আছে রজনীকান্ত সেনের বিখ্যাত ছড়ার সেই চড়ুই পাখিগুলো। কিচিরমিচির শব্দ করে পাতার ভাঁজে ভাঁজে বসে আছে পাখিগুলো। উড়ে যাচ্ছে এডাল থেকে ওডালে। এ যেনো এক মনোমুগ্ধকর দৃশ্য। যারা মহাসুখে অট্টালিকায় থাকার কথা সেই চড়ুই এখন আশ্রয় খুঁজে নিয়েছে গাছে গাছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১ বছর ধরে বিকালের নির্দিষ্ট সময়ে পাখিগুলো দলবেঁধে ওই কাঁঠাল গাছগুলোতে এসে আশ্রয় নেয়, আবার ভোরের নির্দিষ্ট সময়ে দলেবেঁধে উড়ে যায় খাদ্যের সন্ধানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত