ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামগঞ্জে সিএনজি চালকের মৃত্যু

রামগঞ্জে সিএনজি চালকের মৃত্যু

রামগঞ্জে বালুবাহী ড্রামট্রাকচাপায় মো. নাঈম হোসেন (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। নিহত নাঈম হোসেন পৌর সোনাপুর গ্রামের মালের বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। নিহত নাঈমের মেঝ ভাই মো. জুয়েল জানান, প্রতিদিনের মতো গতাকাল শনিবার ভোরে আমার ভাই নাঈম জীবিকার সন্ধানে ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়। সকাল ১১টায় আমরা রামগঞ্জ শহরের নির্মাণসামগ্রী বিক্রেতা কালু মিয়ার ট্রাকচাপায় তার মৃত্যুর খবর পাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় কাটাখালি নামক স্থানে যাত্রীর জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল সিএনজিচালক নাঈম। এ সময় হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী বালুবাহী ড্রামট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজিসহ নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত