ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে কলেজছাত্র নিহত, আহত তিন

জামালপুরে কলেজছাত্র নিহত, আহত তিন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকায় মো. কাওসার আহম্মেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনিরাজপুর এলাকায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আব্দুল্লাহ আল আমিন (২৫), মো. আতিকুর রহমান লিমন (২৪) ও রিফাত (১৬) নামের তিনজন আহত হয়। নিহত কলেজ শিক্ষার্থী কাওসার আহাম্মেদ জামালপুর পৌর শহরের চন্দ্রা উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত আব্দুল্লাহ আল আমিন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক ও আতিকুর রহমান লিমন একই মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এবং রিফাত চন্দ্রা উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ শিক্ষার্থী কাওসার আহাম্মেদ ও রিফাত নিজ বাড়ি চন্দ্রা উত্তপাড়া থেকে মোটরসাইকেলে করে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন ও মেডিকেল কলেজ শিক্ষার্থী আতিকুর রহমান লিমন মোটরসাইকেলে করে ছাত্রাবাসে ফেরার পথে মেডিকেল কলেজের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে কলেজ শিক্ষার্থী কাওসার আহাম্মেদ, রিফাত, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন ও মেডিকেল কলেজ শিক্ষার্থী আতিকুর রহমান লিমন গুরুতর আহত হয়। পরে ওই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী কাওসার আহাম্মেদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত