গ্রামীণ হাটবাজারে লাগামহীন সবজির দাম

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট-বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও লাগামহীন সবজির দাম। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। মুলার আঁটি, ডাটাশাক, কাঁচা পেঁপে ছিল সবচেয়ে কম দাম, সেটিও গত শনিবার পর্যন্ত অর্ধশত পূরণ করেছে। এখন সব রকম শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী। ক্রেতারা অভিযোগ করে জানান, প্রশাসনিক কোনো তদারকি না থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। গত শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, আলু ৭০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, মান ও সাইজ অনুপাতে লাউ ৭০-৮০ টাকা, জালি ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, কচুরলতি ৮০ টাকা। যা গেল সপ্তাহের চেয়ে বেশি। এছাড়াও নতুন সবজি হিসেবে মুলা ৪০ টাকা আঁটি, কচুরমুখী প্রতি কেজি ৮০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, পাট শাকের আঁটি ২০-৩০ টাকা, লালশাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি কাঁচামরিচ এখন ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ প্রচুর থাকলেও কমছে না দাম। দেশি পেঁয়াজ ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে একটু নিম্নমানেরটা ১৩০-১৩৫ টাকা। ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এভাবে গত কয়েক দিন ধরে বেড়োই চলেছে আলু, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।