আদমদীঘিতে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে মায়েদের সচেতন করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বদিউজ্জামান হেলাল, সদস্য অহিদুল ইসলাম হিরু, বাধন আক্তার,

আনিছুর রহমান প্রমুখ। সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব, শিক্ষা ছাড়া কোনো দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না।

আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আপনার সন্তানকে স্কুলে পাঠালেই হবে না, তাদের খোঁজখবর রাখতে হবে।