হালুয়াঘাটে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭০৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ওসি সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, তোফায়েল আহম্মেদ বিপ্লব, ছামাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম লুৎফর রহমান নয়ন।