ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চগড়ে ৪ লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই

পঞ্চগড়ে ৪ লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই

পঞ্চগড়ে ৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ শাহিন ফেরদৌস ও সোহেল রানা নামের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে গত শনিবার রাতে তাদের জেলার ধাক্কামারী এলাকায় এই মাদকদ্রব্যসহ আটক করে ডিবি পুলিশ। আটককৃত শাহিন ফেরদৌস জেলার সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ও সোহেল রানা একই উপজেলার চাত্রাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে। ডিবি পুলিশ জানায়, শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রংপুর থেকে সবুজ সিলভার রংয়ের একটি মাইক্রোবাসে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (এ্যাম্পুল) নিয়ে আসা হচ্ছে। সে তথ্য অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে জেলার বোদাগামী টার্মিনালের বেসিক মাঠের সামনে মহাসড়কে চেকপোস্ট বসালে মাইক্রোবাসটি আসলে থামিয়ে তল্লাশি করা হয়। মাইক্রোবাসে থাকা দুজনকে আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১০টি লাল রংয়ের শপিং ব্যাগের ভেতর নেশাজাতীয় মাদকদ্রব্য ১০০টি করে ইজিয়াম কাচের এ্যাম্পুল, যার প্রতিটির ওজন তরল পদার্থ মিশ্রিত ডায়াজেপাম ১০ মিলিগ্রাম ২ মিলি এবং ১০০টি করে ফ্যানেরেক্স ইন্ড ইনজেকশন, যার প্রতিটির ওজন তরল পদার্থ মিশ্রিত প্রমেথোজাইন হাইড্রোলিড বিপি ৫০ মিলি গ্রাম ২ এমএল করে সর্বমোট ওজন ৪০০ মিলি. (চার লিটার) যার মূল্য ২ লাখ করে ৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ লাখ টাকা মূল্যের পুরাতন একটি সবুজ সিলভার রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, গত শনিবার রাতে অভিযান চালিয়ে শাহিন ফেরদৌস ও সোহেল রানা নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় ইনজেকশন ও ১০ লাখ টাকা মূল্যের একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ৩৩(খ)/৩৮/৪১ মামলা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত