হাসপাতালে ছাদের পলেস্তরা খসে পা ভাঙল রোগীর

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা হাসপাতালের পুরুষ কেবিনে ছাদের পলেস্তরা খসে অশীতিপর এক হৃদরোগী গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুরুষ কেবিনে এ সময় রোগীর আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্র গণমাধ্যম কর্মীদের জানান, ওই সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে বিশালাকৃতির একখণ্ড পলেস্তরা ভেঙে পড়ে রোগী আকবর আলীর বেডের ওপর তার বাম পায়ে হাঁটুর ওপরের অংশে পড়ে মাংশপি- থেতলে গিয়ে আহত হন। পরে আহত আকবর আলীকে এক ব্যাগ রক্ত দিয়ে দ্রুত খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, হৃদরোগের ওই রোগী আকবর আলী গত রোববার কদমতলা নিজ বাড়ি থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে এসে ভর্তি হন। জেলা হাসপাতালের সিনিয়র নার্স শামিমা আক্তার জানান, ভর্তিকৃত রোগী আকবরের একদিন আগেই হাসপাতাল থেকে ডিসচার্য করা হয়, কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে যাননি। সিভিল সাজর্ন ডা. হাসানাত ইউসুফ জাকী খবর পেয়ে হাসপাতালে না এলেও তিনি খোঁজখবর রেখেছেন বলে জানায় কর্তৃপক্ষ।