ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় শীতকালীন সবজির দাম সহনীয়

নওগাঁয় শীতকালীন সবজির দাম সহনীয়

নওগাঁর বিভিন্ন বাজারে শীতকালীন শাকসবজি উঠায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা সদরে অবস্থিত কাঁচা বাজারসহ বিভিন্ন গ্রামীণ হাটবাজারে পর্যাপ্ত শাকসবজি আমদানি হচ্ছে। কৃষক তাদের জমি থেকে সরাসরি যেমন বাজারে আনছেন অন্যদিকে বিভিন্ন গ্রামীণ হাট বাজার থেকে ব্যাবসায়ীরাও নিয়ে আসছেন। বাজারগুলোতে শাকসব্জির দামও কমতে শুরু করেছে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এখন শাকসবজির দাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি মৌসুমে নওগাঁ জেলায় মোট ৮ হাজার ৫৮৫ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৮৬০ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। শাকসবজির চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে কৃষি বিভাগ প্রত্যাশা করছে। সূত্র মতে, উপজেলাভিত্তিক শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২১৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩৬০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ১৪০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯২৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২৬৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪১০ হেক্টর, পোরশা উপজেলায় ৪১০ হেক্টর, মান্দা উপজেলায় ১ হাজার ১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬৪০ একর জমি। কৃষি বিভাগের প্রত্যাশা উল্লেখিত জমি থেকে ১ লাখ ৭৫ হাজার ১৩৪ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে। বর্তমানে অধিকাংশ শাকসবজির দাম ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ দাম কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত