পরিবহণ মালিক শ্রমিকদের সাথে পুলিশের সভা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান অবরোধ চলাকালে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো সহ অন্যান্য গাড়ি নির্বিঘ্নে চলাচল স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকার পরিবহণ মালিক এবং পরিবহণ শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

গত সোমবার দুপুরে পৌর শহরের চাঁদনী মোড়ে গফরগাঁও পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য দেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের আরজু, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনিরসহ পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির নেতারা প্রমুখ। সভায় অবরোধ চলাকালে যানবাহন যাহাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এই বিষয়ে সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।