কাহালুতে কৃষক কৃষানিদের জন্য বিশ্রামাগার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কৃষক-কৃষাণীরা সারা বছরই রোদ-দুপুরে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। তাদের কষ্টে অর্জিত ফসল ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের মুখের আহার। মাঠে রোদ-দুপুরে পুড়ে কৃষিকাজ করে তারা ক্লান্ত হয়ে পড়েন। এ সময় যাতে তারা বিশ্রাম নিতে পারেন সেই বিবেচনা করে এই প্রথম উপজেলার চিরতা সুখানগাড়ীতে নির্মাণ করা হয়েছে কৃষক-কৃষাণীর বিশ্রামাগার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেরিনা আফরোজের সুপরামর্শে এই উদ্যোগ নেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ লাখ টাকা ও চেয়ারম্যানের ব্যক্তিগত আরো প্রায় ৮০ হাজার টাকা খরচ করে এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।