ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

নীলফামারীতে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

উত্তরের জেলা নীলফামারীতে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরোনো লেপ-তোশক মেরামতে। উত্তরের জনপদে ভোরে ও সন্ধ্যা-রাতে শীত অনুভূত হচ্ছে। ফলে যে যার সাধ্যমতো শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। নীলফামারী ও নদী এলাকার লোকজন সকালে ও রাতে গায়ে সোয়েটার ও চাঁদর জড়াচ্ছেন। রাতের বিছানায় টেনে নিতে হচ্ছে কাঁথা বা কম্বল। ৮০ বছরের বৃদ্ধ আসমা বেওয়া ও ছেলের বউ সাহেদা খাতুন নিজেদের পুরোনো ব্যবহারি কাঁথা সেলাই করে নিচ্ছেন। লেপ-তোশক বানানোর ক্ষমতা তাদের নেই। তাই পুরোনো কাঁথাকে মেরামত করে ব্যবহার উপযোগী করছেন তারা। তারা জানান, আমরা গরিব মানুষ বাবা, নুন আনতে পান্তা ফুরায়। ভাতেই ঠিকমতো খাবার পাই না, আর গায়ে দেওয়া লেপ বানাবো কীভাবে। আমরা খেটে খাওয়া মানুষ আমাদের ঠান্ডা কম লাগে। জানা গেছে, বাজারে প্রতি কেজি শিমুল তুলা ৪০০ টাকা ও বিচি ছাড়া শিমুল তুলার কেজি ৪৮০ থেকে ৫০০ টাকা। এসব তুলায় বালিশ তৈরি করেন সমাজের ধনী লোকেরা। আর গার্মেন্ট তুলায় বালিশ, লেপ ও তোশক বানিয়ে নেন মধ্যবিত্ত ও গ্রামের গরিব মানুষরা। তবুও বর্তমান বাজারে ৫ হাত বাই ৫ হাত লেপ তৈরি করতে ১২০০ টাকার মতো খরচ হচ্ছে। যা গতবারের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি। বাজারে কার্পাস তুলা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, প্রতি কেজি কালো হুল ৭৫ থেকে ৮০ টাকা, কালো রাবিশ তুলা ৪০ থেকে ৫০ টাকা, সাদা তুলা ১০০ টাকা থেকে ১২০ টাকা করে দাম চলছে। নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে এনামুল হক কটন শপের মালিক আবুবকর সিদ্দিক জানান, শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের এ আনাগোনা চলবে পুরো শীতজুড়ে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ও গোলাহাটে গিয়ে দেখা যায় লেপ-তোশকের সব দোকানে ছিল কারিগরদের ব্যস্ততা। দোকানিরাও অর্ডার নিচ্ছেন। ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লেপ-তোশকের কারিগর আব্দুল কাইয়ুম বলেন, একটি লেপ তৈরি করতে এখন মজুরি ২৫০ টাকা। এছাড়া তোশক ২২০ টাকা, বালিশ প্রতিটি ২৫ টাকা এবং জাজিম তৈরিতে ৪০০ টাকা হারে মজুরি নেওয়া হচ্ছে। এই মজুরির হার অন্য সময়ের চাইতে কিছুটা বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে বগুড়া, জয়পুরহাট, পাবনা, যশোর এলাকার কিছু রেডিমেড লেপ-তোশক বিক্রেতারা বাণিজ্যিক শহর সৈয়দপুরে আস্তানা গেড়েছেন। তারা বাসা ভাড়া নিয়ে মেস করে থাকছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত