সাবেক স্ত্রীর প্রেম সহ্য করতে না পেরে শাশুড়িকে হত্যা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

স্ত্রী রেনু ঋষির থেকে ডিভোর্সের পরও একসঙ্গে ছিলেন মুকুল চন্দ্র রায়। কিন্তু রেনু ঢাকার গাজীপুরে কাজের জন্য গেলে তার সম্পর্ক হয় আল আমিন নামে এক যুবকের সঙ্গে। সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়াল রেনু ঋষির মা চিন্তা ঋষির জন্য। মেয়ের সাবেক স্বামীর হাতে নির্মমভাবে খুন হতে হয় তাকে। খুনের পর বাড়ির পাশে রাখা পরিত্যক্ত রিং স্ল্যাবের মধ্যে তার মরদেহ মাটি চাপা দিয়ে রাখা হয়। গত সোমবার সেখান থেকে দুর্গন্ধ বের হলে মরদেহ উদ্ধারের পর পুলিশের তদন্তে উঠে আসে বৃদ্ধা নারীর খুনের রহস্য। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌরসভার মধ্যপাড়া গ্রামে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন, মুকুল চন্দ্র রায় (৩৬) ও মহাদেব ঋষি (২৫)। তাদের মধ্যে মুকুল চন্দ্র রায় নীলফামারীর জলঢাকা বালাগ্রাম চন্ডীহাটি এলাকার মৃত খগেশ্বরের ছেলে ও মৃত চিন্তা ঋষির সাবেক জামাই এবং মহাদেব ঋষি একই জেলার ডিমলার উত্তর সোনাখুলি এলাকার দেবদাস ঋষির ছেলে ও চিন্তা ঋষির নাতনি জামাই। গত মঙ্গলবার দুপুরে বৃদ্ধা নারীর খুনের রহস্য উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস। তিনি হত্যাকাণ্ডের ৮ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচন, আলামত উদ্ধার ও খুনিকে গ্রেপ্তার করে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ঘটনাটি প্রায় ক্লুলেস অবস্থায় ছিল। তারপরেও আমরা তৎপর হয়ে মাঠে নেমে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামি দুইজনকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি শিকার করেছে। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।