কয়রায় কালীপূজা অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় হরিহরপুর গ্রামের মাহাতো পাড়া সার্বজনীন কালিমন্দিরে জাঁকজমকপূর্ণভাবে কালিপূজা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী জানায়, শতাধিক বছর ধরে এখানে কালিপূজা পালিত হয়ে আসছে। পূর্ব পুরুষদের আমল থেকে মাহাতো পাড়ায় বড় আকারে কালিপূজা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ১২ নভেম্বর পূজা পালন করবে হিন্দু ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা। মন্দির কমিটির সভাপতি তরুণ মাহাতো ও সাধারণ সম্পাদক ধীরেশ মাহাতো বলেন, ৫ দিনব্যাপী ধর্মীয় যাত্রা, কবিগান, বাউল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হবে। স্থানীয় নির্মল মুন্ডা জানান, কালিপূজা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে সাজিয়ে গুছিয়ে আলোকসজ্জার কাজ চলছে পুরোদমে। উপজেলার সবচেয় বড় কালিপূজা হরিহরপুর গ্রামের মাহাতো পাড়ায় অনুষ্ঠিত হয়ে থাকে। এ জন্য এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা পূজা পালনের জন্য এখন ব্যস্ত সময় পার করছেন।