গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চুরি করতে গিয়ে আলী জোহর নামে এক রোহিঙ্গা যুবক গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। এ সময় তার আরও দুই সহযোগী পালিয়ে গেছেন। পরে আটক যুবককে থানা পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।

আটক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম রশিদ আহমদ। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হায়দার শুভ বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি গ্রামে ওই রোহিঙ্গা যুবকসহ চুরি করতে যান তিন সদস্যের একটি দল।

গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও আলী জোহর নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করে গ্রামবাসী। পরে থানায় খবর দিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। ওসি মো. ফায়েজুর রহমান বলেন, আটক রোহিঙ্গা যুবককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তার সম্পর্কে সংশ্লিষ্ট থানা এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।