তেঁতুলিয়ায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

শীত আসলেই শীতের নতুন জামার অপেক্ষার প্রহর গুনতে থাকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তপাড়ের শিশুরা। শীত মানেই নতুন জামায় ঈদের মতোই আনন্দ। শিশুদের মুখে এ হাসি ফুটিয়ে অম্লান করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ। গতকাল দুপুরে উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের বাস্তবায়নে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ শিশুকে শীতের নতুন জামা (হুডি), স্কুলব্যাগ ও প্রীতি ভোজের আয়োজন করে শিশুস্বর্গ। এর সাথে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা ও ডেঙ্গু এবং ডায়াবেটিস সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, লায়ন্সের পাস্ট কাউন্সিল চেয়ারম্যান ও ফেলো অব চার্টার্ড একাউন্টেন্ট (এফসিএ) লায়ন স্বদেশ রঞ্জন সাহা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া ও শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, শিশুস্বর্গের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। শিক্ষার্থীরা শীতের শুরুতেই শিশুস্বর্গের মাধ্যম শীতের নতুন জামা হুডি, স্কুলব্যাগ, শিক্ষাউপকরণ ও প্রীতিভোজ করতে পেরে খুবই খুশি। শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, আমরা প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষায় থাকি। শিশুস্বর্গের কবীর আংকেল আমাদের শীত আসলেই শীতের নতুন জামা দিয়ে থাকেন। এবার আমরা স্কুলব্যাগ, শিক্ষাউপকরণ ও প্রীতিভোজ করতে পেরে আরো আনন্দিত হয়েছি। শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ বলেন, এ বছর খুবই চিন্তিত ছিলাম এ শীত মৌসুমে শীতের নতুন জামা দেয়ার অনুষ্ঠানটি করতে পারব কি না। ঠিক সেই মুহূর্তে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস আমাকে সহযোগিতার আশ্বাস দেয়ায় আজকের এ অনুষ্ঠানটির আয়োজন করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরেছি।

এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। কারণ এই শিশুরা আমার আনন্দ। তারা হাসলে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। কেননা এই শিশুদের মুখে হাসি ফুটানোর জন্যই ২০১০ সালে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেছিলাম। ২০১০ সাল থেকে দেশের উত্তরের প্রান্তিক অঞ্চলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে আসছে জাহাঙ্গীরনগর প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশন। শিশুস্বর্গ প্রতিষ্ঠা করে জাবিয়ান কবীর আহম্মেদ আকন্দ। তার হাত ধরেই প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের ঝরেপড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে বদলে দিয়েছে শিক্ষার পরিবেশ। শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে পড়ালেখা করছে ৬৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। অনেকে বিদ্যাপাঠ শেষ করে প্রবেশ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে।