ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কসবায় গৃহবধূর আত্মহত্যা

কসবায় গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর সঙ্গে অভিমান করে তামান্না আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর এলাকার বিশারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তামান্না আক্তার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের ফজর পাড়ার মৃত নান্নু মিয়ার মেয়ে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ বছর আগে তামান্না আক্তারকে কসবার বিশারাবাড়ি গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে আনোয়ার হোসেনের কাছে পারিবারিকভাবে বিয়ে দেন। তাদের সংসারে আনিকা ও সিয়াম নামে দুটি সন্তান আছে।

তামান্নার বিয়ের পর থেকে যৌতুকের জন্য একাধিকবার স্বামীর মার খেয়েছে। দুই দিন আগেও যৌতুকের টাকার জন্য তামান্নাকে মারধোর করেছে আনোয়ার। গত বৃহস্পতিবার দুপুরে এসব বিষয় নিয়ে আনোয়ারের সঙ্গে অভিমান করে তামান্না কীটনাশক পান করে আত্মহত্যা করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত