ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রামে ছাত্রীদের মধ্যে স্যানিটারী সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ছাত্রীদের মধ্যে স্যানিটারী সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের আর্থিক সহায়তায় ও জাতীয় উন্নয়ন সংস্থা ইএসডিও’র উদ্যোগে কুড়িগ্রামে ছাত্রীদের মধ্যে স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় বাস্তবায়িত সিবিএম-৩ প্রকল্পের নির্বাচিত চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮৩ জন ছাত্রীর মাঝে স্যানিটারী সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। প্রতি প্যাকেজে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ২টি গোসলের সাবান, কাপড় কাচার সাবান ২টি ও ২৫০ মিলি-এর ১টি বোতল স্যাভলন দেওয়া হয়। এসব স্যানিটারী সামগ্রী কুড়িগ্রামের সদর উপজেলার হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়, ভোগডাঙ্গা এ.কে. উচ্চ বিদ্যালয় ও ঘোগাদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রতিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্টের ফোকাল সিনিয়র অফিসার পার্টনারশীপ অ্যান্ড কমপ্লায়েন্স মো. শাহ ওয়ালি উল্লাহ, সিবিএম-৩ প্রকল্পের ফোকাল ও ইএসডিও’র এপিসি নির্মল মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক মো. মইন উদ্দীন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার শাম্মি আক্তার, অ্যাডমিন ও অ্যাকাউন্টস মহাদেব চন্দ্র রায় প্রমুখ। উল্লেখ্য, সিবিএম-৩ প্রকল্পটি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ১০টি মাধ্যমিক এবং ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত