নোয়াখালীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্দ্যগে সোনাইমুড়ী-চাটখিল উপজেলায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির প্রায় ৭০০ শিক্ষার্থী দুটি কেন্দ্রে বিগত বছর মতো মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা ফাতেমা বেগম, চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ইমরানুল হক ভূইয়া, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া, সোনাইমুড়ি পরীক্ষাকেন্দ্র সচিব সিরাজুরদৌলা, বজরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামান চৌধুরী, আবিরপাড়া হাইস্কুলে প্রধান শিক্ষক মাহফুজ রহমান, ফাউন্ডেশনসহ সভাপতি মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদসহ অনেকই। এছাড়া চাটখিলে উপস্থিত ছিলেন মনির হোসেন, প্রধান শিক্ষক, কড়িহাটি উচ্চবিদ্যালয়, কামাল উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাটখিল, পিজি সরকারি উচ্চ বিদ্যালয়, এমরান হোসেন, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আবুল কালাম, প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক লামনগর একাডেমি রামগঞ্জসহ অনেকেই। সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষকগণ। উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশ গড়বে এবং মেধার বিকাশিত হবে।