ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাপজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় দিনাজপুরের তীর্থস্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ভাড়া করা একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল।

একই সময় রাণীগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন আলমগীর হোসেন। বাসটি কলাবাড়ী নামক স্থানে পৌঁছালে চলতি বাসের বাম পাশের চাকাটি বিকট শব্দে ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুপম কুণ্ডু বলেন, রাত ৭টা ৫৫ মিনিটে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত ব্যক্তির দুই পা এবং হাতে গুরুতর জখম রয়েছে। তাছাড়া তিনি বুকে আঘাত পেয়েছিলেন।