ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫২ লাখ টাকা প্রণোদনা বিতরণ করলেন মতিয়া চৌধুরী

৫২ লাখ টাকা প্রণোদনা বিতরণ করলেন মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী তার নির্বাচনি এলাকার শেরপুরের নালিতাবাড়ীতে মেধাবী সেরা-১৬ শিক্ষার্থীর মাঝে সহযোগিতার লক্ষ্যে আর্থিক প্রণোদনা, কবরস্থান, শ্মশানে মাটি ভরাট ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছেন। গতকাল সকালে উপজেলার কেন্দুয়া পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ, মুজিব শতবর্ষ মঞ্চ, উপজেলা অডিটোরিয়ামে তিনি এসব প্রণোদনা বিতরণ করেন। এ সময় মতিয়া চৌধুরী উপজেলার ৬৫টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৪ হাজার ৮৮০ জন শিক্ষার্থীকে নগদ এক হাজার করে টাকা, কবরস্থান, শ্মশানঘাটের মাটি ভরাটের জন্য ৫৬ টিতে পাঁচহাজার করে টাকার চেকসহ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে এক লাখ দুই হাজার টাকার চেক বিতরণ করেন। তাছাড়া ৫ হাজার ১০০ কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। সর্বমোট ৫২ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করেছেন মতিয়া চৌধুরী। বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরীর সঙ্গে ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দীক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিল্পপতি হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, ওসি এমদাদুল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত