ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিলিতে ৬ দিনে এলো ১৩৭ ট্রাক আলু

হিলিতে ৬ দিনে এলো ১৩৭ ট্রাক আলু

গত ৬ দিনে হিলি স্থলবন্দরে আমদানিকৃত সাড়ে ৩ হাজার মেট্রিক টন আলু ১৩৭টি ট্রাকে এসেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের জনসংযোগ কমকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, গত ৬ দিনে দেশের অন্যতম স্থলবন্দর হিলি দিয়ে আমদানিকৃত ভারতীয় সাড়ে ৩ হাজার মেট্রিক টন আলু এসেছে। সাম্প্রতিক সময়ে দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে আলু আমদানির অনুমতিপত্র প্রদান করেন। এর ফলে স্থানীয় আমদানিকারকরা প্রায় ১২ হাজার মেট্রিক টন ভারতীয় আলু আমদানির জন্য এলসি খোলেন। তারই অংশ হিসেবে ৬ দিনে সাড়ে ৩ হাজার মেট্রিক টন আমদানিকৃত আলু এসেছে। হিলি স্থলবন্দরের পাইকারি আলু মোকামে খোঁজ নিয়ে জানা যায়, কেজিতে পুরোনো আলু ৩০ থেকে ৩২ টাকায় কেনাবেচা হচ্ছে। তবে আমদানিকৃত নতুন আলুর পাইকারি দর কেজিতে ৬০ টাকা পর্যন্ত। তবে ভারতীয় আলু আমদানির ফলে খুচরা বাজারে দেশি আলুর দাম কিছুটা কমে প্রকার ভেদে ৩৫-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আলু আমদানি অব্যাহত রয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা আলুর দাম বৃদ্ধি করায় সেখানকার বাজারে স্বাভাবিকভাবে আলুর দাম বেড়েছে। অবরোধের কারণে আমদানিকৃত আলু দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য ব্যবসায়ীদের বাড়তি পরিবহণ ব্যয় গুনতে হচ্ছে। আর এজন্যই প্রতি কেজি আলুর দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। তিনি বলেন, আলু আমদানির পরিমাণ বেড়ে গেলে দাম আরো কমবে বলে আশা করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত