ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচবিবিতে পানি নিষ্কাশন ড্রেনের উদ্বোধন

পাঁচবিবিতে পানি নিষ্কাশন ড্রেনের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দানেজপুর থেকে হরিহরপুর জলপাইতলী ব্রিজ ও হরিহরপুর আইয়ুব আলীর বাড়ি থেকে গোলাপের বাড়ি এবং গোপালপুর থেকে মহিপুর খাড়ী পর্যন্ত ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্ট ৩০টি পৌরসভা প্রকল্পের আওতায় পাঁচবিবি পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের বাস্তবায়নে এসব কাজের শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৭নং ওয়ার্ড কাউসন্সিলর শাহীন মামুন সাইট ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত