ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রামে গ্রামীণ খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রামীণ খেলা অনুষ্ঠিত

দুর্বার তারুণ্য বাংলাদেশের আয়োজনে সব বয়সের নারী-পুরুষদের নিয়ে কুড়িগ্রামে দিনব্যপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল বিস্কুট দৌড়, হাঁড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, পানিতে বালিশ খেলা ও যেমন খুশি তেমন সাজ। সব বয়সের শতাধিক নারী পুরুষ ৯টি খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিজয়ী ৩০ জনকে পুরস্কৃত করা হয়। সকাল থেকেই বেশ কৌতূহল নিয়ে ডাক্তারপাড়া গ্রামে ভিড় জমায় উৎসুক জনতা। শিশু-কিশোর থেকে বৃদ্ধ বয়সি মানুষদের আগমনে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এসব খেলা দেখতে এলাকার সব বয়সি মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত