নির্বাচন ভন্ডুলে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে

বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শোনা যাচ্ছে নির্বাচনের তপশিল হলে নাকি বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়া হবে। আজকে আবার নতুন করে বিদেশি বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পড়ে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। তবে তা হতে দেওয়া হবে না। কেউ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না। গত রোববার বিকালে দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া ও ইরাক বানাতে চায়। ওই দেশগুলোতে যে অবস্থান এখন সেই রকম একটি অবস্থা বাংলাদেশেও তৈরি করতে চায়। খালিদ মাহমুদ বলেন, ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করার মধ্য দিয়ে মানবতা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সেখানে মানবতার কথা বলা হয় না। বাংলাদেশে এসে মানবতার কথা বলা হয়। কিন্তু ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে এটা বাংলাদেশে হতে পারবে না। বাংলাদেশের মানুষ হতে দেবে না। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এককালে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ছোবল মারতে চায়। বাংলাদেশকে কলোনিতে পরিণত করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাস দিয়ে উন্নয়ন ছাপিয়ে দেওয়া যাবে না। গত ২৮ অক্টোবর ঢাকায় যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, পুলিশ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আমরাও আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু আমরা কখনো এভাবে পুলিশকে হত্যা ও প্রধান বিচারপতির বাড়িতে হামলা করিনি। সমাবেশে উপজেলা যুব লীগের সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা খানম, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু ও সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে ১৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।