ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চগড়ে ৪৫টি প্রকল্প উদ্বোধন

পঞ্চগড়ে ৪৫টি প্রকল্প উদ্বোধন

গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময়ে পঞ্চগড়ের ১১০ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত ৪৫টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সম্প্রচার অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনকৃত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে- পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন ও চারতলা প্রশাসনিক ভবন, ২৪ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছয়তলা ও চারতলা একাডেমিক ভবন, সাতটি মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, শিগগিরই এসব ফলক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রতিস্থাপন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত