ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শৈলকুপায় ঘর-জমি পেল ভূমি ও গৃহহীনরা

শৈলকুপায় ঘর-জমি পেল ভূমি ও গৃহহীনরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম ধাপের ঘর হস্তান্তরের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শৈলকুপাা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হাকিম আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, উপজেলা প্রকৌশলী রুহুল আমিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ধলহরাচন্দ্র ইউপি চেয়াম্যান মতিয়ার রহমান বিশ্বাস, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ হেল মাসুম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনসহ উপজেলার সব দফতর প্রধান, গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ৪৬টি পরিবারের মধ্যে ২১ জনকে জমি ও গৃহ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরকে জমি ও গৃহ প্রদান করা হবে বলে ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত