ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভৈরব নদে আজ নৌকা বাইচ

ভৈরব নদে আজ নৌকা বাইচ

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় ভৈরব নদে আজ ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৩ অনুষ্ঠিত হবে। নওয়াপাড়া পৌরসভার সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। গতকাল বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র জানান, নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১২তম নৌকা বাইচ-২০২৩ অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে প্রুস্কার বিতরণ করবেন। তিনি আরো জানান, অভয়নগরের মানুষের সুস্থ বিনোদনের জন্য ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর পৌরসভার আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ বছর কয়রা, দিঘলীয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থেকে মোট ৯টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করবে। নৌকাবাইচ সফল করার লক্ষ্যে এ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত