কালিয়াকৈরে বাসে আগুন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর এলাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিনভর তাকওয়া পরিবহণের একটি বাস চন্দ্রা থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করে। সারাদিন কাজ শেষে প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে ওই বাসটি উপজেলা সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিটিক্যালের পশ্চিমে মহাসড়কের পাশে বাসটি রেখে চলে যান চালক রাসেল মিয়া ও তার সহযোগী। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত গিয়ে পার্কিংয়ে থাকা ওই বাসে আগুন দেয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈর থানার টহল পুলিশ। ততক্ষণে আগুনে বাসটি পুড়ে যায়। তবে ওই বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক রাসেল মিয়া জানান, সারাদিন কাজ শেষে প্রতিদিনের মতো গাড়ি ওই স্থানে পার্কিংয়ে রেখে বাড়িতে চলে যাই। কিন্তু সকালে এসে দেখি দুর্বৃত্তরা আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে। কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সী জানান, ভোর সাড়ে ৩টার দিকে কে বা কারা ওই বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে দুর্বৃত্তদের শনাক্ত করাসহ তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।