ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধে পর্যটকশূন্য মাধবকুণ্ড জলপ্রপাত

অবরোধে পর্যটকশূন্য মাধবকুণ্ড জলপ্রপাত

দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের চলমান অবরোধ কর্মসূচির কারণে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মৌলভীবাজারের বড়লেখার পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলোতে। ভরা মৌসুমেও পর্যটক নেই দেশের অন্যতম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড ইকোপার্ক। প্রায় তিন সপ্তাহ ধরে পর্যটন খাতের এমন ধসে মারাত্মক লোকসানে পড়েছেন ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টরা। জানা গেছে, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশে সাধারণত পর্যটন মৌসুম বিরাজ করে। তবে বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক বছরের অন্যান্য সময়েও পর্যটকের ব্যাপক আনাগোনা থাকে। কিন্তু এবার পর্যটন মৌসুমের শুরুতেই দেশের হরতাল-অবরোধের প্রভাব পড়েছে এই শিল্পে। যার কারণে পর্যটন সংশ্লিষ্টদের আয় রোজগার শূন্যের কোটায় নেমে পড়েছে। অবরোধের কারণে প্রায় দিনই মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকা পর্যটকশূন্য থাকতে দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত