ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কণ্ঠের জাদুকর ঝিনাইদহের নোমান

মিমিক্রি করেন কার্টুন চরিত্র বা বিখ্যাত শিল্পীর কণ্ঠ
কণ্ঠের জাদুকর ঝিনাইদহের নোমান

যার-তার ভাষা হুবহু নকল (মিমিক্রি) করে ফেলতে পারেন যখন তখন। তার জাদুকরি কণ্ঠ শুনে মাতোয়ারা ছেলে-বুড়ো সবাই। এই বিস্ময়কর যুবকের নাম আব্দুল্লাহ আল নোমান। দেখে একদমই বুঝার উপায় নেই ছেলেটির কণ্ঠেই রয়েছে জাদু। পেশায় তিনি একজন স্কুলশিক্ষক। ঝিনাইদহ ইসলামিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু মিমিক্রি করার এই বিরল প্রতিভা দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশেও বেশ সমাদৃত হয়েছে। তাই তাকে নিয়ে জেলাবাসীও গর্বিত। নোমান ঝিনাইদহ শহরের আকরামুল হক ও নাসরিন নাহার দম্পতির দুই ছেলের মধ্যে বড়। তিনি মালয়েশিয়ান কুয়লালামপুর ইউনিভার্সিটি অফ আর্টস থেকে ডিপ্লোমা করেছেন। গতকাল সকাল ৯টায় ঝিনাইদহ ইসলামিক আইডিয়াল স্কুলে গিয়ে দেখা যায়, আব্দুল্লাহ আল নোমান ক্লাস নিচ্ছেন। আর বাচ্চারা আনন্দ নিয়ে খেলার ছলে পড়া শিখছে। ক্লাসে বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রের কণ্ঠ হুবহু নকল করে বলে চলেছেন নোমান। যার কারণে বিনোদনের সঙ্গে চলছে পড়াশুনা। কচি-কাচারাও পাচ্ছে অনাবিল আনন্দ। দ্রুত রপ্ত করছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধুমাত্র এই কারণে বাচ্চারা নোমান স্যারের ব্যতিক্রমী ক্লাস কখনই মিস করতে চায় না। এ-তো গেল একরকম। আব্দুল্লাহ আল নোমানের আরো রয়েছে ব্যতিক্রমী কণ্ঠ। যা নিজে কানে না শুনলে বোঝার একদমই উপায় নেই যে, তিনি কোন চরিত্রের মিমিক্রি করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত