নোয়াখালীত নবান্ন উৎসব

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

‘কৃষিই সমদ্ধি’ এ স্লোগান অগ্রহায়নের প্রথম দিনে নোয়াখালীত ২০২২-২৩ অর্থবছর প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের সমমনায় চাষাবাদ ফসল কর্তন উপলক্ষ্যে নবান্ন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন এ নবান্ন ও কৃষক সমাবেশ স্বাগত বক্তব্য রাখন সদর উপজলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাশরেফুল হাসান এবং কৃষক করণীয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম। সদর উপজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধর্মপুর ইউনিয়নর পূর্ব চর শুল্লুকিয়া গ্রাম এ নবান উৎসব ও কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণর উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জিহান, নির্বাহী অফিসার আখিনূর জাহান নিলা, ভাইস চেয়ারম্যান নিলুফা মুমিন, উপ সহকারী কৃষি কমর্কতা সফিকুল ইসলাম পাটোয়ারি, মমিন উল্যাসহ কৃষি, চাষি ও শ্রমিক অনেকই।