কেন্দুয়ায় রক্তদান ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদান ফাউন্ডেশন, কেন্দুয়া এর উদ্যোগে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার বেলা ১১ ঘটিকা থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, বিভিন্ন সংগঠন ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং আপ্যায়ন। জানা যায় সংগঠনটি গত ১ বছরে দুটি ক্যাম্পেইনের মাধ্যমে ৬০০ জন ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১২০০ জন ডোনেট সংগ্রহ করতে পেরেছে।

তাছাড়া সংগঠনটি প্রতি মাসে ১০ জন থ্যালাসেমিয়া রোগীর জন্য বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ করছে। যা এক বিরল দৃষ্টান্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডিমিন আশরাফুল ইসলাম রিয়াদ এবং এইচএম সোলাইমান। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।