ভোজ্য তেল পেরিলার চাষ হচ্ছে খানসামায়

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

খানসামায় অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে তেল ফসল পেরিলা। দেশে দিন দিন বাড়ছে ভোজ্যতেলের চাহিদা। ভোজ্য তেলের চাহিদা পূরণে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাণিজ্যিকভাবে উচ্চ গুনাগুন সম্পন্ন একটি ভোজ্য তেলজাতীয় ফসল পেরিলা। ফলন প্রায় সরিষার মতোই। খুব কম সময়ের ফসল পেরিলা চাষে অধিক লাভের সম্ভাবনা রয়েছে। পেরিলা চাষের মাধ্যমে ভোজ্যতেলের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম পেরিলা চাষ শুরু করেন মো. মজিবর রহমান। তিনি উপজেলার ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়নের গোয়ালডিহি (টগরপাড়া) গ্রামের মৃত টগর উদ্দিনের পুত্র। কাচিনীয়া-গোয়ালডিহি আঞ্চলিক সড়কের দু’পাশে পতিত জমিতে গত বছর প্রায় ১০ শতাংশ জমিতে তেল ফসল পেরিলা চাষ শুরু করে। চলতি বছর রাস্তার দু’ধারে এবং বেলান নদীর পাড়ে পতিত জমিতে মোট ৫০ শতাংশ জমিতে চাষ করেছেন। ফসল সংগ্রহ পর্যন্ত আনুমানিক ব্যয় ২ হাজার টাকা হবে। ধারণা করা হচ্ছে ২০ হাজার টাকার মতো তেল ফসল পেরিলা বিক্রয় করতে পারবেন। খুব কম সময়ের ফসল পেরিলা। তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। খানসামা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, দেশে এটার প্রচুর সম্ভাবনা রয়েছে। ভোজ্যতেল হিসেবে এর গুণ খুব উচ্চমানের। আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা রয়েছে। পেরিলা চাষে সবাই যেন এগিয়ে আসে। আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে এর চাষ যেন সারা দেশে সম্প্রসারণ করা যায়।