ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আসক্তি প্রতিরোধে নওগাঁ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু

আসক্তি প্রতিরোধে নওগাঁ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু

তারুণ্যের সঙ্গে পরিবর্তনের প্রতিশ্রুতি ও আদর্শ দেশপ্রেমিক গঠনের শপথ নিয়ে যাত্রা শুরু করল ‘নওগাঁ ইয়ুথ ক্লাব’। গতকাল শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের হলরুমে শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব। তারুণ্যের ইতিবাচক বিকাশ নিয়ে আলোচনা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নওগাঁর শিক্ষার্থীদের শিক্ষা ও সেবামূলক সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদ। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ রক্সি।

শহরের পাঁচজন নিয়মিত রক্তদাতাকে সম্মাননা স্মারক ও বই উপহার প্রদানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার আব্দুস সবুর এবং নওগাঁর অ্যাডভোকেট আব্দুল মুয়ীদকে উপদেষ্টা করে শিক্ষার্থীদের নিয়ে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নওগাঁ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল আমিন স্বাধীনকে আহ্বায়ক এবং নওগাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফিকে সদস্য সচিব করা হয়।

যুগ্ম আহ্বায়ক করা হয় নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ হাসানকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত