কয়রায় মিধিলির আঘাতে ফসলের ক্ষতি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় সামুদ্রিক ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে রোপা আমন ফসল ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইলা, সিডর, ইয়াস ও আম্ফানে এখানকার বেড়িবাঁধ ভেঙে গেলেও এবার মিধিলির আঘাতে বেড়িবাঁধের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নদীতে জলোচ্ছ্বাস না থাকায় রক্ষা পেয়েছে দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর ও মহারাজপুরের অর্ধশত কিলোমিটার দুর্বল বেড়িবাঁধ। ঝড়ে বাতাসের গতিবেগ কম থাকায় ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে গাছগাছালি, কাঁচা ঘরবাড়ি ও সহায়-সম্পদ। কয়রা সদর, উত্তর বেদকাশি, মহারাজপুর ও দক্ষিণ বেদকাশির বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে বেশিভাগ রোপা আমনের ক্ষেত গত শুক্রবার দিনভর বৃষ্টির কারণে পানিন নিচে পড়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশন করা সম্ভব না হলে শত শত হেক্টর জমির ধান বিনষ্ট হবে বলে শঙ্কা প্রকাশ করেন কৃষকরা। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মোড়ল আছের আলী জানান, মিধিলির প্রভাবে শুক্রবার সারা দিন বৃষ্টির প্রভাবে পাকা ধান তলিয়ে গেছে।