ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালী উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত

গতকাল ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি।

এছাড়া কিছু ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে- এগুলো খোঁজখবর নিয়ে তালিকা হচ্ছে। বিস্তারিত জেলা কৃষি অফিস উপ-পরিচালক ও উপজেলা অফিসার মারেফুল হাসান জানান, আমরা এখন মাঠ আছি, তালিকা তৈরি করছি, বিস্তারিত পরে জানানো যাবে। গতকাল শনিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলার উপকূলী এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত